নিজস্ব প্রতিবেদক: ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালী যাচ্ছেন। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।
মঙ্গলবার সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান তাফসির মাহফিল বাস্তবায়ন কমিটি।
পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল্লাহ আন নাহিয়ানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা এডভোকেট নাজমুল আহসান।
এসময় তিনি জানান, আগামী ২৫ জানুয়ারী ২০২৫ইং তারিখ (রোজ শনিবার) দুপুর ২.০০ টায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে পটুয়াখালী ঝাউতলা সংলগ্ন শহিদ মিনার মাঠে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে । এতে প্রধান অতিথি হিসেবে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর পেশ করবেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসীর ড. মিজানুর রহমান আজহারী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক জাতীয় ছাত্রনেতা, বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও দেশের বরেণ্য আরো অনেক মুফাস্সিরগণ তাফসীর পেশ করবেন।
সংবাদ সম্মেলনে আরো জানান, শায়েখ ড. মিজানুর রহমান আজহারী এবার অত্যন্ত সংক্ষিপ্ত প্রোগ্রাম সূচী দিয়েছেন। দেশে মাত্র ৮টি প্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে পটুয়াখালীর কৃতিসন্তান ড.শফিকুল ইসলাম মাসুদের আন্তরিক প্রচেষ্টায় তিনি পটুয়াখালীবাসীকে একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন।
তিনি আরো জানান, তাফসীরুল কুরআন মাহফিলে মা-বোনদের বসার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। মাহফিলের শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপশি থাকবেন সহস্রাধিক সেচ্ছাসেবক।
ঐতিহাসিক এ তাফসীরুল কুরআন মাহফিল সুন্দর ও সাফল্যমন্ডিত করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জেলাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মওলানা শহিদুল ইসলাম কায়সারী, সাবেক ছাত্র নেতা ও ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম বাশার ও শ্রমিক নেতা এডভোকেট সাইদুর রহমান খান পাবেল।
এর আগে গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেন ড. মিজানুর রহমান আজহারী।
##