শাহাদাতবরণের আগের দিন তাঁর অনুসারীদের উদ্দেশ্যে এক প্রেরণাদায়ক বক্তব্যে তিনি বলেন -
"ওহে ঈমানদার বীর ভাইয়েরা, একটু পরেই ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে। লড়াইতে হার-জিত আছেই। এতে আমাদের ভয় পেলে চলবে না। দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক। তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয়। আমাদের কাছ থেকে প্রেরণা পেয়েই এ দেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে। আমরা যে লড়াই শুরু করলাম, এই পথ ধরেই একদিন দেশ স্বাধীন হবে, ইনশাআল্লাহ।"
শহীদ মীর নিসার আলী তিতুমীর
(২৭ জানুয়ারি ১৭৮২-১৯ নভেম্বর ১৮৩১)